Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খসড়া পরিকল্পনা নিয়ে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। শুক্রবার ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, তিন ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক চলে। বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও হোয়াইট হাউসের উপদেষ্টা জোশ গ্রুয়েনবাউমও উপস্থিত ছিলেন।

পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, বৈঠকটি ছিল বাস্তবসম্মত ও গঠনমূলক। আলোচনায় ইউক্রেন ছাড়াও শান্তি বোর্ড, গ্রিনল্যান্ড সমস্যা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় উঠে আসে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, খসড়া পরিকল্পনাটি প্রায় চূড়ান্ত এবং যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে তার সঙ্গে ট্রাম্পের সমঝোতা হয়েছে।

রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে এবং ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে। কিয়েভ জানিয়েছে, ভূখণ্ড ছাড়ের বিনিময়ে কোনো শান্তিচুক্তি করা হবে না, কারণ এতে রাশিয়া আরও আগ্রাসী হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!