Web Analytics

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মিলগেট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাসটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

নিহতদের মধ্যে রয়েছেন মাদারীপুর শহরের বাস সুপারভাইজার পান্নু মুন্সি (৫০), ইজিবাইক চালক সাগর বেপারী (২২) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাঁচজন দিনমজুর—শেফালী বাড়ৈ (৪২), কামনা বিশ্বাস (৪১), দুলাল বাড়ৈ (৪৫), আভা বাড়ৈ (৫০) ও অনিতা বাড়ৈ (৪০)। আহত অন্তত পাঁচজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, অতিরিক্ত গতিতে চলা বাসটি মহাসড়কে অবৈধ অটোরিকশাকে পাস দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!