Web Analytics

বড়দিনের দিনে নাইজেরিয়ার সোকোটো রাজ্যে ইসলামিক স্টেট (আইএস) লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা দেশটির ভেতরে ও আন্তর্জাতিকভাবে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ক্ষেপণাস্ত্রটি জাবো গ্রামের একমাত্র স্বাস্থ্যকেন্দ্রের কয়েক মিটার দূরে আঘাত হানে, ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে পড়েন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও মার্কিন ডানপন্থী গোষ্ঠীগুলো হামলাকে ‘বড়দিনের উপহার’ হিসেবে উদযাপন করলেও নাইজেরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি নিরাপত্তা, সার্বভৌমত্ব ও বেসামরিক সুরক্ষার প্রশ্ন নতুন করে তুলেছে।

অতি-ডানপন্থী কর্মী লরা লুমার সামাজিক মাধ্যমে হামলাকে ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে ন্যায্য প্রতিশোধ হিসেবে অভিহিত করেন। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইন একে ‘অসাধারণ বড়দিনের উপহার’ বলেন, আর উত্তর ক্যারোলিনার সিনেটর টেড বাড ট্রাম্পের পদক্ষেপের প্রশংসা করেন, উল্লেখ করে যে আইএস নাইজেরিয়ায় হাজারো খ্রিস্টান ও ধর্মীয় সংখ্যালঘুর মৃত্যুর জন্য দায়ী।

নাইজেরিয়ার সরকার জানিয়েছে, তারা সন্ত্রাসবিরোধী সহযোগিতা স্বাগত জানালেও তা দেশের সার্বভৌমত্ব ও আইনি কাঠামোর প্রতি সম্মান রেখে হতে হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!