বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নির্বাচন কমিশনের পেশাদারিত্ব ও প্রস্তুতি তাকে অভিভূত করেছে। মিলার বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য একটি বড় সুযোগ। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন এবারের নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ইইউ সময়মত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে মিলার বলেন, সুষ্ঠু ভোট আয়োজনের জন্য ইইউ বাংলাদেশের পাশে থাকবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।