Web Analytics

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান। তিনি বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এক অডিও বার্তায় এ তথ্য জানান। দলের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, রাশেদ খান বিএনপির সদস্য পদ নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, আর নুরুল হক নুর নিজ দলের ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নুরুল হক নুর জানান, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপি প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোটের নেতৃত্ব দিয়েছিল, যার মধ্যে গণঅধিকার পরিষদও ছিল। আন্দোলনের পর রাষ্ট্র সংস্কার ও যৌথভাবে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে তারা একসাথে নির্বাচনে অংশ নিচ্ছে। বর্তমান আইনে জোট করলেও নিজস্ব প্রতীকে ভোট করতে হয়, তাই অনেক শরিক দল জয়ের কৌশল হিসেবে বিএনপির প্রতীকে নির্বাচন করছে।

তিনি আরও বলেন, রাশেদ খানের ধানের শীষ প্রতীকে নির্বাচন করা এই কৌশলেরই অংশ, এবং শিগগিরই দলের একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!