বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে, ২৯৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারাকাতসহ মোট ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, ইসমত আরা বেগম, ড. জামাল উদ্দিন আহমেদ, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, মো. আবু নাসের, সঙ্গীতা আহমেদ ও অধ্যাপক নিতাই চন্দ্র নাথ প্রমুখ। আবেদনে বলা হয়েছে, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে তদন্ত ব্যহত হবে।