Web Analytics

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার যে কোনো বিষয়ে জবাবদিহি করতে প্রস্তুত এবং পরিবেশ সুরক্ষায় করণীয় নির্ধারণে নাগরিকদের নিয়ে কমিশন গঠন করা যেতে পারে। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দু’দিনব্যাপী বাপা-বেন জাতীয় পরিবেশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সরকারের স্বল্প মেয়াদের কারণে নির্বাচনের জন্য অপরিহার্য বিষয়গুলো সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশনের প্রস্তাবের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। পরিবেশকে উপেক্ষা করা হয়নি, তবে সরকার মাত্র এক বছরের মতো সময় পেয়ে নানা প্রতিকূলতার মধ্যে কাজ করেছে। জনপ্রশাসন সংস্কার কমিশন পৃথক পরিবেশ ক্যাডার প্রবর্তনের এবং সংবিধান সংস্কার কমিশন পরিবেশকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার সুপারিশ করলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাপা সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার এবং ধারণাপত্র উপস্থাপন করেন বাপা সহ-সভাপতি ও বেন-এর প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!