Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তেহরান সংলাপ বা কূটনৈতিক পন্থার বিরোধিতা করে না, তবে সংলাপ অবশ্যই ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আন্তরিক আলোচনার জন্য ইরান প্রস্তুত, কিন্তু যুদ্ধের আশঙ্কার মধ্যে আলোচনা কেবল উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বাড়ায়। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের হুমকি দিয়ে নিজের রাজনৈতিক মত চাপিয়ে দিতে চান।

কালিবাফ জানান, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ঘটে, যা ওয়াশিংটন ও তেহরানের ষষ্ঠ দফা পরোক্ষ আলোচনার দুই দিন আগে হয়েছিল। তিনি বলেন, ইরানের অধিকার, অর্থনৈতিক স্বার্থ ও মর্যাদার নিশ্চয়তা না থাকলে আলোচনার প্রশ্নই ওঠে না। নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগকে তিনি আলোচনার অংশ হিসেবে মানতে অস্বীকার করেন।

তিনি আরও বলেন, ট্রাম্প যদি সত্যিই শান্তি চান এবং নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবি করেন, তবে তাকে প্রকৃত শান্তি অর্জনের জন্য পদক্ষেপ নিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!