Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে ২২ ডিসেম্বর এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় থেকে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচের আবেদন করা হয়েছিল। সেই অনুরোধের ভিত্তিতেই রেলওয়ে এই ব্যবস্থা নিয়েছে। নিয়মিত কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে এবং এ উদ্যোগ থেকে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আদায়ের আশা করা হচ্ছে। তবে রাজবাড়ী কমিউটার, ঢালারচর এক্সপ্রেস ও রোহনপুর কমিউটার ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত থাকবে।

রেলপথ মন্ত্রণালয় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। বিশেষ ট্রেনগুলো কক্সবাজার, খুলনা, রাজশাহী, যশোর, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন রুটে চলবে, যাতে সারাদেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাতে পারেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!