সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে মঙ্গলবার আবারও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। দুপুর পৌনে ১২টা থেকে প্রশাসন ভবন-১-এর সামনে তারা কর্মসূচি পালন করেন এবং একই দিনে চেম্বার আদালতে শুনানি ও ২১ জানুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়ার দাবি জানান।
স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন গণমাধ্যমে বলেন, আজকের মধ্যেই ২১ তারিখে শাকসু নির্বাচন আয়োজনের ঘোষণা দিতে হবে। জাতীয় নির্বাচনের কারণে ২২ তারিখ থেকে শাকসু আয়োজন সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, ২১ জানুয়ারি নির্বাচন না হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে এবং এর প্রভাব জাতীয় পর্যায়েও পড়বে।
শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার জজ আদালতে আপিল করেছে এবং শুনানির অপেক্ষায় আছে। আদালত নির্বাচনের পক্ষে রায় দিলে তা দ্রুত অনুষ্ঠিত হবে, না হলে চার সপ্তাহ পরে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রস্তুত আছে এবং এখন শুধু রায়ের অপেক্ষা।