Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান শুভকে শনিবার দুপুরে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) প্রতিনিধিরা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। দুপুর ১২টার পর আইন অনুষদ ভবন থেকে পালানোর সময় চাকসু নেতারা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবে শুভ উপস্থিত ছিলেন। তার উপস্থিতির খবর পেয়ে চাকসুর আইন সম্পাদক ফজলে রাব্বি তৌহিদসহ কয়েকজন প্রতিনিধি তাকে আটক করেন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘শিবির ট্যাগ’ দিয়ে হেনস্তা, ছাত্রলীগের উপগ্রুপকে সহায়তা এবং নিজ বাসায় মদের আসর বসানোর অভিযোগ রয়েছে। এসব বিষয়ে গঠিত তদন্ত কমিটি ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছে।

অভিযোগ অস্বীকার করে শুভ বলেন, তিনি কোনো মিছিলে অংশ নেননি এবং কোনো অপরাধে জড়িত নন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, মব হামলার আশঙ্কায় শুভ পালানোর চেষ্টা করেন এবং পরে শিক্ষার্থীরা তাকে অফিসে নিয়ে আসে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!