Web Analytics

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ আগামী ২০ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ১৩ ডিসেম্বরের ওই হামলায় নয়জন বাংলাদেশি সেনা সদস্য আহত হন। আহতরা বর্তমানে কেনিয়ার নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং সবাই শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

আইএসপিআর নিহতদের পরিচয় প্রকাশ করেছে—কর্পোরাল মাসুদ রানা, সৈনিক মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া। লাশ দেশে পৌঁছালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। এই হামলা শান্তিরক্ষীদের নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতপূর্ণ অঞ্চলে ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির বিষয়টি নতুন করে সামনে এনেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!