ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন, রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি সই হওয়ার পরই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এএফপি ও অন্যান্য সংবাদমাধ্যমকে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথভাবে প্রস্তুত করা একটি খসড়া পরিকল্পনা মস্কোতে পাঠানো হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে—চুক্তি স্বাক্ষরের পর যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে হবে।
২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে, যার ফলে সব জাতীয় নির্বাচন স্থগিত রয়েছে। জেলেনস্কি আগেও বলেছেন, যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন করা বাস্তবসম্মত নয়। তাঁর সর্বশেষ মন্তব্যে বোঝা যাচ্ছে, যুদ্ধের অবসান ঘটলে ইউক্রেন দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক স্বীকৃতি পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। তবে শান্তিচুক্তির স্থায়িত্ব ও নিরাপত্তা পরিস্থিতির ওপরই নির্ভর করবে নির্বাচনের সময়সূচি।