অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সরকারি গাড়ি কেনার সর্বোচ্চ মূল্যসীমা বাড়িয়েছে। উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত নির্দেশনা মঙ্গলবার জারি করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরকে নতুন নির্ধারিত ঊর্ধ্বসীমার মধ্যে থেকে গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে। কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, মিনিবাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের বর্তমান বাজারদর বিবেচনায় এই সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, নতুন সীমা মূলত ১০ বছরের বেশি পুরোনো গাড়ি প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রযোজ্য। বাজারে দাম বেড়ে যাওয়ায় আগের নির্ধারিত দামে গাড়ি কেনা সম্ভব হচ্ছিল না। নতুন নির্দেশনা সরকারি, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে এবং নির্ধারিত দামের মধ্যে রেজিস্ট্রেশন ও কর অন্তর্ভুক্ত থাকবে। নতুন সীমায় এসি মিনিবাসের দাম ৮০ লাখ, বড় নন-এসি বাস ৫৮ লাখ ২০ হাজার, প্রাইভেট কার ৫৬ লাখ এবং সিঙ্গেল কেবিন পিকআপ ৫২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেলের সীমা বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার টাকা।
২০২৫–২৬ অর্থবছরে নতুন গাড়ি কেনা বন্ধ থাকলেও ১০ বছরের বেশি পুরোনো গাড়ি প্রতিস্থাপনের অনুমতি ছিল। নতুন নির্দেশনা সেই নীতির হালনাগাদ সংস্করণ হিসেবে জারি করা হয়েছে।