উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ভুয়া তথ্য ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, কিছু শিল্পী ভুল তথ্য দিয়ে নিখোঁজের সংখ্যা বাড়িয়ে প্রচার করেছেন, যা হাজারবারের বেশি শেয়ার হয়েছে। ফারুকী বলেন, এই ধরনের ট্রমার মুহূর্তে ভুয়া হেডলাইন মানুষকে আরও ক্ষতিগ্রস্ত করে। তিনি শিল্পীদের কাছ থেকে অধিক দায়িত্বশীল আচরণ কামনা করেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত বলে আইএসপিআর নিশ্চিত করেছে।