Web Analytics

বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনায় কেউ দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনা হবে। বুধবার সকালে নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে তিনি বলেন, হজ একটি ইবাদত, তাই এর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি আরও জানান, কোনো সিন্ডিকেটকে হাজিদের জিম্মি করে লাভবান হতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক শহিদুল আলমের সঞ্চালনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা জানান, সচেতনতা ও কঠোর নজরদারির ফলে এখন কোনো সিন্ডিকেট কার্যকর হতে পারছে না। গত বছর হাজিদের আট কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নাটোর জেলা ও দুটি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ১৪ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। এসব মসজিদে নারী-পুরুষের পৃথক নামাজের স্থান, প্রতিবন্ধীদের জন্য সুবিধা, ইমাম প্রশিক্ষণ, লাইব্রেরি, আবাসন ও পার্কিং সুবিধা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!