জুলাই বিপ্লবে উৎখাত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এক পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। ভারত সরকারকে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য বন্ধের আহ্বান জানানো হয়েছে।