মঙ্গলবার বেলা ১১টার দিকে একদল যুবক সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্র কাছারি বাড়ির ভেতরে প্রবেশ করে অফিস কক্ষ ও অডিটোরিয়ামের দরজা-জানালা ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এর ফলে রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জানা যায়, শাহজাদপুর পৌর সদরের রূপপুর মহল্লার দুবাই প্রবাসী শাহনেওয়াজের সাথে পার্কিং ফি নিয়ে মেইন গেটের এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে হামলার ঘটনা ঘটে।