Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের (২০২৪–২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা বিশেষ বৃত্তির প্রথম কিস্তিতে অন্তর্ভুক্তির দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে টানা ২৬ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দিনের আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে তারা মুক্ত হন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২০তম ব্যাচকে বিশেষ বৃত্তির প্রথম কিস্তিতে অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় আনা হবে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দুপুরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এর আগে আবাসন ভাতার দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন।

প্রশাসনিক ভবন অবরুদ্ধ রাখায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এবং শিক্ষার্থীদের সাময়িক বিড়ম্বনার জন্য দুঃখ প্রকাশ করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!