ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, দেশের ভূমি ব্যবস্থাপনার দক্ষতা ও নির্ভুলতা অনেকাংশে সার্ভেয়ারদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্ববোধের ওপর নির্ভর করে। রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবনিযুক্ত সার্ভেয়ারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বলেন, ভূমির সীমা নির্ধারণ, মানচিত্র প্রণয়ন, রেকর্ড সংশোধন, মালিকানা নিশ্চিতকরণ ও বিরোধ নিষ্পত্তিতে সার্ভেয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ডিজিটাল যুগে ড্রোন সার্ভে, জিআইএস, জিপিএস ও ডিজিটাল মানচিত্র ব্যবহারের মাধ্যমে ভূমি জরিপকে দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ করা সম্ভব হচ্ছে, যা নাগরিক হয়রানি কমাচ্ছে এবং ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক করছে। সচিব জানান, সাম্প্রতিক নিয়োগগুলো মেধার ভিত্তিতে হয়েছে, ফলে দক্ষ ও নৈতিক জনবল দুর্নীতি হ্রাসে ভূমিকা রাখছে। তিনি সার্ভেয়ার পেশাকে কেবল প্রযুক্তিগত নয়, বরং জনসেবামূলক দায়িত্ব হিসেবে দেখার আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।