কক্সবাজারের টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা ডাকাতদের মধ্যে গোলাগুলিতে সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) মাগরিবের নামাজের পর বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া নোয়াখালী পাড়ার আবু বক্কর সিদ্দিকের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, বাড়ির আঙিনায় বসে থাকার সময় পাহাড়ের দিক থেকে ছোড়া গুলি তার বুকে লাগে। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস ঘটনাটি নিশ্চিত করেছেন। টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ডাকাতদের সংঘর্ষে এক তরুণী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট ডাকাতদের বিরুদ্ধে অভিযান চলছে।
ঘটনায় জড়িত দলগুলোর পরিচয় বা কোনো গ্রেপ্তারের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।