অর্থসংকট, জমি অধিগ্রহণ জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থার কারণে চাঁদপুর-শরীয়তপুর চার লেন সড়ক প্রকল্পের কাজ পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। ২০১৯–২০২০ অর্থবছরে শরীয়তপুরের মনোহর বাজার থেকে ভেদরগঞ্জের ইব্রাহীমপুর পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে ৮৬০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কিন্তু এ পর্যন্ত মাত্র ছয় কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে, ফলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, ৯৫ দশমিক ৮৫ হেক্টর জমি অধিগ্রহণের জন্য ৪৩১ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও ৪৯ হেক্টর জমি অধিগ্রহণ করতেই ৪৩০ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। বাকি ৪৬ দশমিক ৮৫ হেক্টর জমি অধিগ্রহণে আরও প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন, যা প্রকল্প ব্যয়ে ধরা নেই। অনেক জমির মালিক ক্ষতিপূরণ না পেয়ে জমি বিক্রি বা ঘর মেরামত করতে পারছেন না।
প্রকল্পের মেয়াদ তিনবার বাড়ানো হয়েছে এবং চলতি মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৫। সওজ অতিরিক্ত অর্থ বরাদ্দ ও পুনরায় দরপত্র আহ্বানের জন্য ডিপিপি সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে।