Web Analytics

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে এবং আগামীতে একটি মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায়।

তিনি অতীতের সরকারকে অবৈধ ও ফ্যাসিবাদী বলে আখ্যায়িত করে অভিযোগ করেন, তারা জনগণের মৌলিক অধিকার হরণ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নির্যাতন চালিয়েছে। টুকু জানান, বিএনপি ইতোমধ্যে প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার ও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করেছে, যা জনগণের পাশে থাকার প্রতিশ্রুতির প্রতিফলন।

তিনি আহ্বান জানান, জনগণ যেন ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে তাদের মতামত প্রকাশ করে এবং কোনো স্বৈরাচারী সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত হতে না দেয়। মানববন্ধন শেষে একটি র‌্যালি টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!