বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের তরুণ প্রজন্ম অতীতের বিভাজনমূলক রাজনৈতিক ন্যারেটিভ পুনরুজ্জীবনের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতার ৫৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা কলেজে আয়োজিত সাইকেল র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি গোষ্ঠী পুরোনো রাজনৈতিক বক্তব্য পুনরায় সামনে এনে জাতিতে বিভেদ সৃষ্টি করতে চাইছে।
তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাকস্বাধীনতা হরণ ও একদলীয় শাসন প্রতিষ্ঠার ফলে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, যা দেশকে গভীর সংকটে ফেলেছিল। সাদ্দাম বলেন, দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে।
ঢাকা কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং সংগঠনের বিভিন্ন কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন।