গুমের সঙ্গে সেনাবাহিনীর কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনাসদর। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, গুমের অভিযোগে ডেপুটেশনে থাকা কিছু সেনাসদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মব ভায়োলেন্স ও সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি জানান, গত দুই সপ্তাহে ২৬টি অস্ত্র, ১০০ রাউন্ড গুলি এবং ২৩ জন সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে কেএনএফের সঙ্গে গোলাগুলিতে দুজন সদস্য নিহত হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। সেনাবাহিনীর তৎপরতায় বম জনগোষ্ঠীর অনেকে নিজ ঘরে ফিরেছেন।