Web Analytics

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৩০২, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে। শহরের মিরপুর দক্ষিণ পল্লবী (৩৭৪), ইস্টার্ন হাউজিং (৩৫৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (৩৩৪) ও কল্যাণপুর (৩০৪) এলাকায় বাতাসের মান সবচেয়ে খারাপ। গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৮৭) ও পীরেরবাগ রেললাইন (২০২) এলাকায় বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। ঢাকার বায়ুদূষণের মূল কারণ অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫, যার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ২৭ গুণ বেশি। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় একিউআই স্কোর ৪১২ রেকর্ড হয়েছে, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। খুলনাতেও বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!