বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী বুধবার সকাল থেকেই ঢাকার পথে যাত্রা শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানাতে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ১২টি উপজেলা থেকে ১ হাজারেরও বেশি বাস, মিনিবাস ও মাইক্রোবাসে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বগুড়ার কোচ কাউন্টারগুলোর সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে এবং আন্তঃজেলা কোচগুলো সীমিতভাবে ঢাকামুখী চলছে বলে মোটর শ্রমিক ইউনিয়ন জানিয়েছে।
জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ইউনিটভিত্তিক গাড়ির তালিকা তৈরি করে যাত্রা সমন্বয় করছে। যুবদল ও ছাত্রদলের নেতারা জানিয়েছেন, তারা ইতিহাসের সাক্ষী হতে ঢাকায় যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ির বহর ও যাত্রার ছবি ছড়িয়ে পড়েছে।
এই ব্যাপক সমাবেশ বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার ইঙ্গিত দিচ্ছে। আগামীকাল তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় নিরাপত্তা ও যানবাহন চলাচল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে প্রশাসন।