অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে এবং খুব শিগগিরই নতুন পে স্কেল চালু করা হবে। তিনি বলেন, বকেয়া ভর্তুকির অর্থও পরিশোধ করা হচ্ছে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, রাজস্ব আয়ে স্থবিরতা থাকায় সরকার উদ্বিগ্ন—এমন খবর সঠিক নয়। অর্থনীতি স্থিতিশীল থাকলেও দারিদ্র্য বিমোচন ও খাদ্যমূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনো চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার মেট্রিক টন গম এবং ভারত থেকে সমপরিমাণ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, দেশে চালের কোনো ঘাটতি নেই, তবে সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ থাকা প্রয়োজন। এছাড়া বাজার স্থিতিশীল রাখতে খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমও পুনরায় চালু করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।