ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আদালতে যেকোনো অভিযোগ মোকাবেলা করা উচিত। সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি আমি নিজেই প্রত্যাখ্যান করেছি। প্রসঙ্গত, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন ও বেআইনিভাবে ঢাকার গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়েছেন, এমন অভিযোগ রয়েছে টিউলিপেল বিরুদ্ধে। যদিও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক।