আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর ছয় সদস্যবিশিষ্ট একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। একই সঙ্গে নারায়ণগঞ্জ, যশোর, নোয়াপাড়া ও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু আমদানিকারক লাইটার জাহাজকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্ট সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জাহাজে থাকা পণ্যের আমদানিকারক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নৌপরিবহন অধিদপ্তরের তথ্যমতে, কয়েকজন আমদানিকারক দীর্ঘদিন ধরে লাইটার জাহাজে পণ্য খালাস না করে সেগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন। রমজান সামনে রেখে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য আমদানি করায় বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজের সংখ্যা বেড়ে গেছে, ফলে পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় লাইটার জাহাজের ঘাটতি দেখা দিয়েছে। এতে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে লাইটার জাহাজের অপব্যবহার বন্ধ হবে, পণ্য খালাসের গতি বাড়বে এবং রমজান সামনে রেখে বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে।