সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
কক্সবাজারের উখিয়ার পশ্চিম খয়রাতি রহমানিয়াপাড়ার বিলে বৈদ্যুতিক ফাঁদে স্পর্শ হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে এবং মঙ্গলবার সকালে স্থানীয়দের খবর পেয়ে বনকর্মীরা হাতিটির মৃতদেহ উদ্ধার করেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, হাতিটির বয়স প্রায় ৪০ থেকে ৪৫ বছর এবং শরীরে পোড়ার দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত ফাঁদে পা দিয়েই হাতিটির মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, পাহাড়ে খাদ্য সংকটের কারণে হাতিরা লোকালয়ে নেমে আসছে, ফলে ফসল ও ঘরবাড়ির ক্ষতি হচ্ছে। নিজেদের নিরাপত্তায় অনেকেই বৈদ্যুতিক ফাঁদ বসাচ্ছেন, যা হাতির মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। বন বিভাগ জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত উখিয়া-টেকনাফ এলাকায় পাঁচটি বন্যহাতির মৃত্যু হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।