ইসরাইলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণের কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম। তিনি বলেন, প্রতিরোধ গোষ্ঠীর অস্ত্র ছাড়ার দাবি করার আগে দখলদারিত্ব বন্ধের দাবি তুলতে হবে। যারা আত্মসমর্পণের প্রস্তাব নেয়, তাদের পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন, মাতৃভূমি রক্ষায় কারও অনুমতি লাগে না, তবে কার্যকর বিকল্প এলে আলোচনা সম্ভব। এর আগে যুক্তরাষ্ট্রের এক প্রস্তাবে লেবানন রাষ্ট্রের কাছে অস্ত্রের একচ্ছত্র নিয়ন্ত্রণসহ বেশ কিছু সংস্কারের দাবি জানানো হয়েছিল।