যশোরের নবনিযুক্ত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘোষণা করেছেন যে পুলিশ বাহিনী আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। তিনি বলেন, পাঁচ আগস্টের আগের সরকার পুলিশকে দলীয় বাহিনী বানিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছিল, কিন্তু এখন পুলিশ কেবল জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় কাজ করবে। রোববার এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, জেলার অপরাধ ও অনিয়মের তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্বীকার করেন, মাঠ পর্যায়ে কাজের চাপের কারণে কখনও কখনও পুলিশের আচরণ রুক্ষ হতে পারে, তবে জনগণের সহযোগিতায় তা উন্নত করা সম্ভব। রফিকুল ইসলাম যশোরকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও যানজটমুক্ত করার প্রতিশ্রুতি দেন এবং বলেন, সমাজের সব শ্রেণির মানুষ একসঙ্গে কাজ করলে জেলাটিকে বাসযোগ্য করা সম্ভব।