Web Analytics

চিকিৎসা শিক্ষায় শিক্ষক সংকট নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ নভেম্বর) জারি করা দুটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দেশের পাঁচটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়—এবং ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন (সিএমই) ও ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানের শিক্ষকেরা মূল বেতনের ৭০ শতাংশ হারে “নন-প্র্যাকটিসিং” প্রণোদনা ভাতা পাবেন। এই সুবিধা ১০টি বিষয়ের শিক্ষকদের জন্য প্রযোজ্য—অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও এনেস্থেসিওলজি। শেষ দুটি বেসিক সাবজেক্ট না হলেও নন-প্র্যাকটিসিং হওয়ায় সুবিধার আওতায় আনা হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, প্রণোদনা ভাতা পেতে শিক্ষকদের নন-প্র্যাকটিসিং ঘোষণা দিতে হবে। কোনো শিক্ষক প্র্যাকটিসে যুক্ত থাকলে তিনি এই ভাতা পাবেন না। আগামী ২০২৫–২০২৬ অর্থবছর থেকে এই ভাতা কার্যকর হবে এবং আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে। এ পদক্ষেপ চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ শিক্ষক ধরে রাখতে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।