ফেনীতে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় স্কুলশিক্ষক ও নিকাহ রেজিস্ট্রারক মোহাম্মদ ইউসুফকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। ৭ বছর পর ২০২৪ সালের ১১ অক্টোবর যুবদল নেতা সুলতান মো. সিকান্দার এ ঘটনায় মামলা দায়ের করেন। ইউসুফ ওই মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে ছাত্রদল নেতা শিবলুকে হত্যাচেষ্টার অভিযোগেও মামলা রয়েছে। এছাড়া বিধিবহির্ভূতভাবে কাজী নিয়োগ পাওয়ারও অভিযোগ রয়েছে।