উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘আমাদের কিছু কিছু মেইন স্ট্রিমের মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। মুক্তিযোদ্ধা অধ্যাদেশ নিয়েও অপপ্রচার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাতে পারে। কিন্তু, মেইন স্ট্রিম মিডিয়া এটা কীভাবে করতে পারে। অনেকেই রাজনৈতিকভাবে প্রণোদিত হয়ে অপপ্রচার করে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘ইতিপূর্বে আমার পরিবার ও বাবাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে। কারা এসব ঘটনার সঙ্গে জড়িত আমরা তা নোট করে রাখছি। এসব বিষয়ে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি আইনগতভাবে ব্যবস্থা নিতে পারি।’ এই সময় উপদেষ্টা স্থানীয় নির্বাচন করার প্রতি সরকারের সদিচ্ছার কথা জানিয়ে বলেন, নির্বাচন কমিশনের কাছে আয়োজনের অনুরোধ করা হবে। এছাড়া জানান, স্থানীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচন পেছানোর শঙ্কা নেই!