Web Analytics

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানি গ্রহণ করবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে আদেশ দিতে পারেন। ট্রাইব্যুনাল তাকে পূর্বে তলব করে ব্যক্তিগতভাবে হাজির হয়ে অবমাননাকর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিল।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিযোগ আনা হয় এবং ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল শুনানির দিন নির্ধারণ করে। ফজলুর রহমানকে তার একাডেমিক ও পেশাগত সনদসহ হাজির হতে বলা হয়। পরে তিনি ৩ ডিসেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে লিখিত আবেদন জমা দেন বলে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম নিশ্চিত করেন।

আজকের শুনানির ফলাফলের ওপর নির্ভর করছে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না। এই ঘটনা আদালতের মর্যাদা রক্ষায় ট্রাইব্যুনালের কঠোর অবস্থানকে পুনরায় সামনে এনেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!