বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ইসলামী ঐক্যজোট বুধবার বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া পরিচালনা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা মোহাম্মদ ইলিয়াস আতহারী। তিনি মোনাজাতে বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে বেগম জিয়ার নেতৃত্ব অপরিহার্য। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিতে পারেন—এ কামনা করেন তিনি। অনুষ্ঠানে ইসলামী ছাত্র সমাজের সভাপতি হাফেজ বেলাল হুসাইন, মহাসচিব এইচ এম বরকতউল্লাহ, ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলটি খালেদা জিয়ার প্রতি রাজনৈতিক ও ধর্মীয় সহমর্মিতার প্রকাশ হিসেবে দেখা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।