কুয়ালালামপুরের সেন্টুলে এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান। ২৬ জুন রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক হলেন- সোহেল রানা ও শাহজাহান। বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে। উপসহকারী কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অপরাধ জামিন অযোগ্য হওয়ায় তাদের কোনো জামিনের প্রস্তাব দেওয়া হয়নি।