Web Analytics

কুমিল্লা বিশ্ববিদ্যালয় চূড়ান্ত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১২ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে। শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। এছাড়া ইন্টার্নশিপ রিপোর্টে জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীর রিপোর্ট বাতিল করা হয়েছে এবং আরেকজনকে সম্পূর্ণ নতুন করে কোর্স সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, প্রত্নতত্ত্ব ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও একাডেমিক শৃঙ্খলা রক্ষায় তারা আপসহীন এবং নকল বা জালিয়াতির মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কৃত শিক্ষার্থীরা তাদের বর্তমান ব্যাচের সঙ্গে আর পরীক্ষা দিতে পারবেন না এবং পরবর্তী ব্যাচের সঙ্গে তাদের শিক্ষা কার্যক্রম চালাতে হবে, যা বিশ্ববিদ্যালয়ের কঠোর অবস্থানকে প্রতিফলিত করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!