সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পাকিস্তানের নাগরিকদের ভিক্ষাবৃত্তি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের ভিসা প্রদান স্থগিত করেছে বলে পাকিস্তানের সিনেট মানবাধিকার কমিটির বৈঠকে জানানো হয়েছে। কমিটির চেয়ারম্যান সামিনা মুমতাজ জেহরি জানান, অধিকাংশ পাকিস্তানি আবেদনকারী ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মুখে পড়ছেন। কর্মসংস্থান উদ্যোক্তা আসিম বেগ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানিদের অপরাধে জড়িত থাকার অভিযোগ বাড়ায় ইউএই এই পদক্ষেপ নিয়েছে। তবে ইসলামাবাদে ইউএই দূতাবাসের এক কূটনীতিক দাবি করেছেন, পাকিস্তানিদের ভিসায় কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই। ইউএই পাকিস্তানের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার ও রেমিট্যান্সের উৎস, যেখানে প্রতি বছর প্রায় আট লাখ পাকিস্তানি ভিসার জন্য আবেদন করেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বিষয়টি নিয়ে ইউএই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।