ঢাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১০ জনকে গ্রেফতার করেছে ডিবি। তারা সবাই বিভিন্ন মামলার আসামি। অন্যদিকে সারা দেশে বিশেষ অভিযানে ১৬১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আভিযানিক কার্যক্রমে একটি দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজের খোসা এবং দুই রাউন্ড অকেজো কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ বিশেষ অভিযান চলমান থাকবে।