প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০২৬ সালের ২৮ জানুয়ারি বুধবার বলেন, জালিয়াতির কারণে বহু দেশ বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করছে না। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ এখন “জালিয়াতির কারখানা”তে পরিণত হয়েছে। ভিসা, পাসপোর্ট ও বিভিন্ন সার্টিফিকেট জালিয়াতির কারণে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইউনূস জানান, এক মধ্যপ্রাচ্যের মন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি জানতে পারেন, বহু দেশ বাংলাদেশিদের প্রবেশাধিকার বন্ধ করেছে কারণ তারা জাল শিক্ষাগত ও পেশাগত সনদ ব্যবহার করছে। তিনি এক নারীর উদাহরণ দেন, যিনি ভুয়া ডাক্তারের সার্টিফিকেট নিয়ে বিদেশে কাজ করতে গিয়েছিলেন। ইউনূস বলেন, প্রযুক্তি যেন জালিয়াতির কাজে না লাগে, সে জন্য নৈতিক সংশোধন জরুরি।
তিনি আহ্বান জানান, দেশের ভিত্তি সংশোধন করে তরুণদের সৎ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, যাতে বাংলাদেশ বিশ্বে মর্যাদার সঙ্গে দাঁড়াতে পারে।