বছরের লেনদেন পর্যালোচনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের প্রধান সূচক ডিএসইএক্সে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন করে নয়টি কোম্পানি সূচকে যুক্ত হচ্ছে, যার মধ্যে ছয়টি দুর্বল মৌলভিত্তির। একই সঙ্গে ১৬টি কোম্পানি সূচক থেকে বাদ পড়ছে, এর মধ্যে রয়েছে বহুল আলোচিত পাঁচ ইসলামী ব্যাংক। এসব ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে এবং লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, সূচক সমন্বয়ের সিদ্ধান্ত ১৮ জানুয়ারি থেকে কার্যকর হবে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুর্বল মৌলভিত্তির ছয় কোম্পানি হলো বিডি ওয়েল্ডিং, ডেসকো, দুলামিয়া কটন, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক ও ঝিল-বাংলা সুগার। বাকি তিনটি হলো হা-ওয়েল টেক্সটাইল, নর্দার্ন ইসলামী ইনস্যুরেন্স ও শার্প ইন্ডাস্ট্রিজ। বাদ পড়া পাঁচ ইসলামী ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে।
এছাড়া ডিএস-৩০ সূচকে নতুনভাবে যুক্ত হয়েছে মেঘনা পেট্রোলিয়াম, বিএসআরএম স্টিলস ও ফাইন ফুডস; বাদ পড়েছে হাইডেলবার্গ সিমেন্ট, জিপিএইচ ইস্পাত ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।