Web Analytics

ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে নিহত হওয়া এক বাংলাদেশি নাগরিকের মরদেহ বিএসএফ ও বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উক্ত ব্যক্তির নাম মো. আকরাম হোসেন (৩২)। তিনি শেরপুরের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে। জানা যায়, মেঘালয়ের খাসি হিলস জেলায় গত ১০ আগস্ট আকরাম সীমান্ত পাড়ি দিয়ে অপহরণের চেষ্টায় জড়িত ছিলেন বলে অভিযোগ করে স্থানীয় ভারতীয়রা। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে আকরাম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহত আকরামের ভাই শেখ ফরিদ বলেন, আমি বিজিবি এবং ঝিনাইগাতি থানা পুলিশের সাথে যোগাযোগ রেখেছি, যেন আমার ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনা যায়। পরে ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহ দেশে ফেরানো হয়েছে। এজন্য বিএসএফ, বিজিবি এবং বাংলাদেশ পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আরও বলেন, আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। মা শোকে ভেঙে পড়েছেন। তিনি দ্রুত লাশ হস্তান্তরের দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে সেদিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানান। পুলিশ বলছে, আইনী প্রক্রিয়া শেষেই লাশ হস্তান্তর করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।