ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে সহিংস সংঘর্ষের পর ১৬০ দিন বন্ধ ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। ফেব্রুয়ারির ওই ঘটনায় আহত হন শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের আন্দোলন ও অনশনের পর পূর্ববর্তী উপাচার্যকে অপসারণ করে সরকার। পরবর্তী ভারপ্রাপ্ত উপাচার্যের অধীনে ক্লাস শুরুর সিদ্ধান্ত হলেও শিক্ষকরা লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফেরেননি। শেষ পর্যন্ত নতুন উপাচার্য ড. মো. মাকসুদ হেলালীর নিয়োগের পর ২৯ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।