আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেছেন, জুলাই গণহত্যার বিচারে কোনো ধরনের আপস করা হবে না। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে তিন দফা দাবি জানানোর পর তিনি এ মন্তব্য করেন। সংগঠনটি মানবতাবিরোধী অপরাধ মামলায় কোনো আসামিকে জামিন, খালাস বা অব্যাহতি না দেওয়া নিশ্চিত করার আহ্বান জানায়।
তামীম জানান, সংগঠনের একটি দাবি হলো বিচার দ্রুত সম্পন্ন করতে একটি বিশেষ তদন্ত টিম ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা। তিনি বলেন, এটি সরকারের দায়িত্ব হলেও প্রসিকিউশন দ্রুত সরকারের কাছে দাবি পৌঁছে দেবে। সংগঠনটি জুলাই হত্যাকাণ্ডে জড়িত ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধেও মামলা করার ঘোষণা দেয়। তামীম বলেন, অভিযোগ পেলে দ্রুত তদন্ত শুরু করা হবে এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
এই দাবিগুলো আসে ১১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধ মামলায় লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার পর। তামীম ব্যাখ্যা করেন, আসামির গুরুতর অসুস্থতার কারণে মানবিক বিবেচনায় আদালত জামিন মঞ্জুর করেছে।