সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ওমরাহ পালনের জন্য মদিনা যাওয়ার পথে বিমানে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। দুবাইয়ে জরুরি অবতরণের পর তাকে ক্লিনিকে নেওয়া হয় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। তার বড় ছেলে তার পাশে রয়েছেন। পরিবারের অন্য সদস্যরা আলাদা ফ্লাইটে মদিনায় পৌঁছে এ খবর জানতে পারেন। দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বাবর আগেও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।