Web Analytics

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টেলিগ্রামে ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ‘আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি’ নামে একটি গ্রুপের বৈঠকের ওই অডিওতে ঢাকা ও চট্টগ্রামে সমন্বিত নাশকতার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের প্রকাশিত ওই অডিওতে বহিরাগত সহায়তা ও অস্ত্র লাইসেন্সের কথাও উল্লেখ রয়েছে।

এর আগে ঢাকায় স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদের ওপর সন্ত্রাসী হামলার পর রাজনৈতিক অঙ্গনে আতঙ্ক ছড়িয়েছে। বিভিন্ন দলের প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে সুরক্ষা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ ও গোয়েন্দা সংস্থা টহল, অস্ত্র উদ্ধার অভিযান ও নজরদারি বাড়িয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের ১৫টি রুট চিহ্নিত করা হয়েছে। প্রশাসন নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!