Web Analytics

উত্তর আরব সাগরে অনুষ্ঠিত এক সামরিক মহড়ায় পাকিস্তান নৌবাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। শনিবার প্রকাশিত আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)-এর এক বিবৃতিতে জানানো হয়, আধুনিক উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা থেকে দীর্ঘপাল্লার এলওয়াই-৮০(ঘ) ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ারিং সফলভাবে সম্পন্ন হয়। মহড়াটি প্রত্যক্ষ করেন কমান্ডার পাকিস্তান ফ্লিট। ক্ষেপণাস্ত্রটি আকাশে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তা ধ্বংস করে, যা নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করে।

আইএসপিআর জানায়, মহড়ায় আধুনিক নৌযুদ্ধের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচলিত ও মানববিহীন সক্ষমতার কার্যকর প্রদর্শন করা হয়েছে। একই মহড়ায় লয়টারিং মিউনিশন ব্যবহার করে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতেও সফল হামলা চালানো হয়, যা নৌবাহিনীর নির্ভুল আঘাত হানার সক্ষমতার প্রমাণ।

বিবৃতিতে আরও বলা হয়, এই পরীক্ষায় উচ্চমাত্রার কৌশলগত চালচলন, নির্ভুল নেভিগেশন এবং প্রতিকূল আবহাওয়ায় কার্যকরভাবে কাজ করার সক্ষমতা প্রদর্শিত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!